ঢাকায় এসেই শেরে বাংলায় টাইগারদের নতুন কোচ সিমন্স
চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফিল সিমন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা ২৪ ঘণ্টা না যেতেই দায়িত্ব বুঝে নিতে ঢাকায় হাজির এই ক্যারিবিয়ান।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
জানা যায়, আজ সকাল ৯টায় ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিল সিমন্স। সেখান থেকে সোজা চলে যান মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ঘুরে দেখেন সবকিছু।
জানা গেছে, দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলতে বুধবার সকাল ৯টায় ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা দল। একই ফ্লাইটে এসেছেন টাইগারদের নতুন হেড কোচ সিমন্সও। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় প্রোটিয়ারা। সিমন্স ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দেন। দীর্ঘ ভ্রমণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেশ ক্লান্ত থাকলেও বিমানবন্দরে বেশ হাসিখুশি ছিলেন সিমন্স।
আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দেবেন টাইগারদের নতুন হেড কোচ সিমন্স।
এর আগে মঙ্গলবার বিকালে লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কারের ঘোষণার পরপরই ফিল সিমন্সকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগের বিষয়ে জানায় বিসিবি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন তিনি।
২০০৪ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের হেড কোচ হিসেবে নিয়োগ পান সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের দলের সঙ্গেও কাজ করেছেন। এছাড়া নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের হয়েও দুই দফায় কোচিং সামলেছেন তিনি।
ফিল সিমন্সের অধীনেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে ক্রিকেটের ‘ঘুমন্ত সিংহ’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির হেড কোচ হিসেবে ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন সিমন্স। টেস্টে ১০০২ রান ও ৪ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ৩৬৭৫ রানসহ ৮৩ উইকেট শিকার করেছেন সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এজে)