মদ্রিচের রেকর্ডের দিনে ভিনিসিউস-এমবাপ্পের গোলে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, ১২:২৩
অ- অ+

আগামী শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। মাঝে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকলেও লা লিগায় এল ক্লাসিকোর আগে গতকাল রাতটাই ছিল রিয়ালের প্রস্তুতির শেষ সুযোগ। শনিবার (১৯ অক্টোবর) লা বালাইদসে স্বাগতিক সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের খেলায় না থাকলেও, রিয়াল মাদ্রিদে ফিরেই ফের ঝলক দেখালেন ভিনিসিয়ুস জুনিয়র। একইভাবে ফ্রান্স জাতীয় দলের হয়ে নেশন্স লিগে না খেলে বিশ্রামে কাটানো কিলিয়ান এমবাপেও রিয়ালের জয়ের রাতে গোল করেছেন।

এই জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সমান ২৪ পয়েন্ট পেয়েছে রিয়াল। যদিও এক ম্যাচ কম খেলেছে হ্যান্সি ফ্লিকের দলটি। বিপরীতে কার্লো আনচেলত্তির শিষ্যরা এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে লা লিগায়।

এদিন অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিল সেল্টা ভিগো। দ্রুত প্রতিআক্রমণে উঠেন সোয়েডবার্গ। তার সামনে ছিলেন শুধুই কোর্তয়া। এই সুইডিশ তরুণ উইঙ্গার রিয়ালের গোলরক্ষককে ফাঁকি দিলেও তার প্লেসিং শট বার ঘেঁষে মাঠের বাইরে চলে যায়। পরের মিনিটে গোলবঞ্চিত হয় রিয়ালও। ভালভার্দের জোরাল শট ঠেকিয়ে দেন সেল্টার গোলরক্ষক।

২১ মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। সেল্টার এক খেলোয়াড় বল ক্লিয়ার করতে গেলে তা কামাভিঙ্গার গায়ে লেগে এমবাপ্পের পায়ে আসে। এই ফরাসি সুপারস্টার ডি-বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান। লিগে নবম ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

২২ মিনিটে সেল্টা রিয়ালের জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৪১ মিনিটে সেল্টার খেলোয়াড়কে কাতিয়ে ডি-বক্সে ঢুকে শট নেন ভিনিসিউস, কিন্তু তা বারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই জুড বেলিংহ্যামের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৫১ মিনিটে রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে সমতায় ফেরে সেল্টা। সতীর্থের ক্রস কাজে লাগিয়ে বল জালে পাঠান সোয়েডবার্গ।

৫৫ মিনিটে এমবাপ্পের পাস থেকে বল জালে পাঠিয়েছিলেন ভিনিসিউস। কিন্তু সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৫৯ মিনিটে সোয়েডবার্গের ক্রসে পা লাগাতে ব্যর্থ হন সেল্টার বোর্হা ইগলেসিয়াস। ৬৫ মিনিটে এমবাপ্পেকে সেল্টার ডি-বক্সে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।

এদিন বদলি হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন লুকা মদ্রিচ। ৩৯ বছর ৪০ দিন বয়সে মাঠে নেমে রিয়ালের জার্সি গায়ে সবচেয়ে বেশি বয়সে ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই ক্রোয়াট। ভেঙে দিয়েছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের রেকর্ড।

পরে দলের জয়েও অবদান রেখেছেন মদ্রিচ। তার পাস থেকেই জয়সূচক গোলটি করেন ভিনিসিউস। চলতি মৌসুমে লিগে ১০ ম্যাচে ৫ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান।

এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সেল্টা ভিগো।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা