মিরপুরে সাকিব ভক্তদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

আগামীকাল (সোমবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। তবে টেস্টকে ছাপিয়ে এখন আলোচনায় সাকিব ইস্যু। নিজের বিদায়ী টেস্টে ঘরের মাঠে খেলতে চেয়েছিলেনন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ।
কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় চিত্র পাল্টে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজ শুরুর আগে সাকিবকে নিয়ে আলোচনা থামছেই না। পক্ষে-বিপক্ষেই বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। সাবেক অধিনায়ককে যেন দেশে ফিরতে দেওয়া হয়, আজ রবিবার দুপুর দুটো নাগাদ মিরপুর স্টেডিয়ামের সামনে তারা লং মার্চ নিয়ে আসেন সাকিবের ভক্তরা। কিন্তু দাবি জানাতে আসলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার সাকিবের দেশে ফেরার কথা ছিল কিন্তু আগের দিন তার কুশপুত্তলিকা পোড়ানোয় দেশ থেকে তাকে ফিরতে মানা করা হয়। এর মধ্যে কিছু বিক্ষুব্ধ সমর্থক বিসিবির কার্যালয়ে নিজেদের দাবি জানিয়ে এসেছেন, বলেছেন সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে হবে।
সাকিব বাদ দিয়েই নতুন করে মিরপুর টেস্টের দল ঘোষণা করা হয়। কিন্তু তার কিছু সমর্থক আবার নতুন করে মিরপুরে হাজির হয়ে সাকিবের পক্ষে নিজেদের অবস্থান জানান। আজও ১৫-২০ জনের মতো সাকিব ভক্ত হাজির হয়েছিলেন মিরপুরে। স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে তারা বর্তমান বোর্ড প্রধান ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন। তারা জানান কানপুরে নন সাকিবের শেষ টেস্ট মিরপুরেই হবে।
একটু পর তারা রাস্তার অন্য প্রান্ত দিয়ে দুই নাম্বার গেটের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে সাকিব ভক্তদের সঙ্গে সাকিববিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাকিব ভক্তদের ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা করে সাকিব বিরোধীরা। বিশেষ করে সাকিবের জার্সি পরিহিত কয়েক সমর্থককে অনেক মারধর করা হয়। এ সময় হামলাকারীদের সাকিব বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এলে ছত্রভঙ্গ পড়েন সবাই।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন