প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, লিড ২০২

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, ১৪:১২| আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৪:২৮
অ- অ+

মিরপুর টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে ভালো না করলেও বল হাতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তবে প্রথম দিন প্রোটিয়াদের ছয় উইকেট তুলে নিলেও দ্বিতীয় দিনে শুরুতে উইকেট তুলে নিতে ব্যর্থ হচ্ছিলেন টাইগার বোলাররা। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন কাইল ভ্যারিয়েনে। তার সেঞ্চুরি আর উইয়ান মুল্ডারের অর্ধশতকে প্রথম ইনিংসে ৩০৮ রানে থামল দক্ষিণ আফ্রিকা। যেখানে তাদের লিড দাঁড়িয়েছে ২০২ রানে। প্রোটিয়াদের হয়ে ১৪৪ বলে ১১৪ করেছেন কাইল ভেরেইন।

আজ মঙ্গলবার ( ২২ অক্টোবর) আগের দিনের ১৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার কাইল ভ্যারিয়েনে ও উইয়ান মুল্ডার শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। বাংলাদেশের বিপক্ষে আজ ৬৭ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন কাইল ভ্যারিয়েনে। কাইল ভ্যারিয়েনের পর ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন উইয়ান মুল্ডারও। সপ্তম উইকেটে এই জুটির রেকর্ড রানে বড় সংগ্রহের পথে এগোতে থাকে প্রোটিয়ারা।

অবশেষে এই জুটিকে থামান পেসার হাসান মাহমুদ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তিনি। হাসান মাহমুদের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৯৯ বলে ৭৪ রান করা উইয়ান মুল্ডার। তার বিদায়ে ভাঙে ১১৯ রানের জুটি।

কাইল ভ্যারিয়েনের বিদায়ের পরের বলেই হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কেশব মহারাজ। তার বিদায়ে ২২৭ রানে ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ের পর ডেইন পিডকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন কাইল ভ্যারিয়েনে। লাঞ্চ বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা। এই জুটিতে ভর করে ৭১ ওভারে ২৪৮ রান করে লাঞ্চ বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

বিরতি থেকে ফিরে পিডকে নিয়ে ডেইন পিডকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন কাইল ভ্যারিয়েনে। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ৮৭ বলে ৩২ রান করা পিড। তার বিদায়ে ভাঙে ৬৬ রানের জুটি।

ডেইন পিডের পর সাজঘরে ফিরে যান সেঞ্চুরি তুলে নেওয়া কাইল ভ্যারিয়েনে। ১৪৪ বলে ১১৪ করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে প্রথম ইনিংসে ৩০৮ রানে থামল দক্ষিণ আফ্রিকা। যেখানে তাদের লিড দাঁড়িয়েছে ২০২ রানে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে বাংলাদেশেল ব্যাটিং লাইন-আপ। উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশি ব্যাটারদের ওপর। যার ফলে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের মাত্র চার ব্যাটার পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে।

বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই প্রোটিয়াদের উইকেট তুলে নেন হাাসান মাহমুদ। হাসান মাহমুদের পর প্রোটিয়া শিবিরে তাণ্ডব চালান স্পিনার তাইজুল ইসলাম। তিনি একাই ধ্বস নামান দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপে। প্রোটিয়া শিবিরে তাণ্ডব চালিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফাইফার। যার ফলে মাত্র ১০৮ রানেই ৬ উইকেট হাারয় সফরকারীরা। এররেই জুটি গড়েন কাইল ভ্যারিয়েনে ও উইয়ান মুল্ডার। এই জুটিতে ভর করে ৪১ ওভারে ১৪০ রান তুলে দক্ষিণ আফ্রিকা। এরপরেই আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিন শেষে প্রোটিয়াদের লিড ৩৪ রান।

(ঢাকাটাইমস/ ২২অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা