আলো স্বল্পতায় আগেই শেষ দ্বিতীয় দিনের খেলা, বাংলাদেশের সংগ্রহ ১০১

মিরপুর টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। যার ফলে মাত্র ৫৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন মাহমুদুল হাসান জয় ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাদের জুটিতে ভর তরে দলীয় সংগ্রহ ১০০ পার করেছে বাংলাদেশ। এরপরেই আলো স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছের আম্পায়াররা।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশর হয়ে ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সাদমান ইসলাম। ৭ বলে ১ রান করে রাবাদার শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
সাদমানের বিদায়ের পরের বলেই সাজঘরে ফিরে যান মুমিনুল হকও। রাবাদার বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।
৪ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। এই জুটিতে ভর করে সাত ওভারে ১৯ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে দেখেশুনেই খেলতে থাকেন তারা। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান কেশব মহারাজ। কেশব মহারাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। আউট হওয়ার আগে করেন ৪৯ বলে ২৩ রান। তার বিদায়ে ভাঙে ৫৫ রানের জুটি।
শান্তর বিদায়ের পর জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এই জুটিতে ভর করে ২৬ ওভার ৩ বলে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। এরপরেই আলো স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছের আম্পায়াররা। যার ফলে ২৭ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এই ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। ৯৩ টেস্টে এসে এই কীর্তি গড়েছেন মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের, ৫১৩৪।
এর আগে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) আগের দিনের ১৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন কাইল ভ্যারিয়েনে। তার সেঞ্চুরি আর উইয়ান মুল্ডারের অর্ধশতকে প্রথম ইনিংসে ৩০৮ রানে থামল দক্ষিণ আফ্রিকা। যেখানে তাদের লিড দাঁড়ায় ২০২ রানে। প্রোটিয়াদের হয়ে ১৪৪ বলে ১১৪ করেছেন কাইল ভেরেইন।
(ঢাকাটাইমস/ ২২অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন