প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক মুশফিকের

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। দলের বিপদে বুক চিতিয়ে লড়াই করেন তিনি, হয়ে ওঠেন দলের ভরসার প্রতিক। আর তাইতো তাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবলস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান মিরপুর টেস্টেও দলের হাল ধরেছেন তিনি। মিরপুর টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। যার ফলে মাত্র ৫৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
এরপরেই ক্রিজে আসেন মুশফিক। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আসেন মিস্টার ডিপেন্ডেবল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। ২৮ রান করা অবস্থায়ই টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক।
টেস্টে ৬০০০ রান করতে মিস্টার ডিফেন্ডেবল খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।
এ তালিকায় তার পরই অবস্থান তামিম ইকবালের। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। চলমান টেস্ট দিয়ে ফরম্যাটটিকে বিদায় বলতে চাওয়া এই অলরাউন্ডার ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন সাকিব।
এ ছাড়া মুমিনুল হক ৬৬ টেস্টে ১৩ সেঞ্চুরি ও ১৯ ফিফটি নিয়ে টেস্টে ৪২৬৯ রান করেছেন। যদিও মিরপুর টেস্টের দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ ‘লিটল ব্র্যাডম্যান’-খ্যাত মুমিনুল। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন শূন্য রানে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬ রান করেছেন।
(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন