মিরপুর টেস্ট: তৃতীয় দিনের শুরুতেই ফিরে গেলেন জয়-মুশফিক-লিটন

মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশর। দিনের শুরুতেই সাজঘরে ফিরে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। তাদের পথ ধরে সাজঘরে ফিরে যান লিটন দাসও। দিনের শুরুতেই এই তিন ব্যাটারকে হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছে বাংলাদেশের।
আজ বুধবার (২২ অক্টোবর) আগের দিনের ১০১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম দেখেশুনে খেলতে থাকেন। তবে তৃতীয় দিনে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি কাগিসো রাবাদা। একই ওভারে এই দুই ব্যাটারকে ফেরান রাবাদা।
রাবাদার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৯২ বলে ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। জয়ের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান মুশফিকও। আউট হওয়ার আগে তিনি করেন ৩৯ বলে ৩৩ রান।
এই দুই ব্যাটারের বিদায়ের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। ১৫ বলে মাত্র ৭ রান করে কেশব মহারাজের শিকার হয়ে লিঠন দাস ফিরে গেলে মাত্র ৬ রানেই ভেঙে যায় এই জুটি।
এর আগে মঙ্গলবার ( ২২ অক্টোবর) প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। যার ফলে মাত্র ৫৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন মাহমুদুল হাসান জয় ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাদের জুটিতে ভর তরে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপরেই আলো স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।
(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন