নির্বাচনী প্রচারণায় বাফুফের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:২২
অ- অ+

আগামী শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। আসন্ন এই নির্বাচনে আগেই সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ইমরুল হাসান। এই পদ ছাড়া বাকি সব পদে নির্বাচন হবে।

আর তাই আসন্ন নির্বাচনের আগে সব প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সবাই নিজেদের প্রচারণায় বাফুফের লোগো ব্যবহার করছেন। বাফুফে এই বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই বিজ্ঞপ্তি জারি করেন।

দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। এই সংস্থার লোগো ব্যবহার বিধি নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন নেই। ফলে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটি ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি বাফুফে নির্বাচনে প্রায় সকল প্রার্থী তাদের কার্ডে বাফুফের লোগো ব্যবহার করেছে। বিভিন্ন নির্বাচনী সভাতেও ছিল বাফুফের লোগো।

বাফুফে নির্বাচনী বিধিমালায় লোগো ব্যবহার নিয়ে কোনো নির্দেশনা নেই। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন এই প্রসঙ্গে বলেন, ' আমাদের নিষেধাজ্ঞা নাই, বাফুফের আপত্তি করার অধিকার রয়েছে। '

গত দুই দিন এ নিয়ে আলোচনার পর বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছে এই সংক্রান্ত। সাধারণ সম্পাদকের বিজ্ঞপ্তির তারিখ ২২ অক্টোবর হলেও আজ সকালে বাফুফের ফেসবুক পেজে এটি শেয়ার হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা