দিনাজপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৪৬) নামে পিকআপচালক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বক্স উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক নওগাঁ সদরের শফির উদ্দিনের ছেলে।
জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রাক ও বিপরীতমুখী দিনাজপুর থেকে আসা ঠাকুরগাঁওগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, রহিম বক্স স্কুল সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক গুরুতর আহত হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ বীরগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলেই রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)

মন্তব্য করুন