চট্টগ্রাম টেস্টের দলে থাকার পরও জাতীয় লিগে খেলছেন জাকির

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে আজ (২৬ অক্টোবর) চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা টাইগারদের। দলে থাকলেও জাকির হাসান যাচ্ছেন না। কারণ তিনি সিলেটের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলছেন।
হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগার দলে এবার অদ্ভুত এক ঘটনা দেখা গেল। চট্টগ্রামের উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছাড়ার দিনে জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে চারদিনের টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন স্কোয়াডের অন্যতম সদস্য জাকির।
জানা গেছে, চট্টগ্রাম টেস্টের দলে জাকিরের জায়গা পাওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই এই ম্যাচে খেলানো হচ্ছে জাকিরকে। শুধু তাই নয়, এই ম্যাচের নেতৃত্বও সামলাচ্ছেন জাকির। এ প্রসঙ্গে সিলেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘জাকির আজকের ম্যাচটা খেলছে। সে অধিনায়কত্ব করছে। চট্টগ্রামে তার খেলার সম্ভাবনা নেই বলে দল থেকে তাকে ছাড়া হয়েছে।’
সিলেটের বিপক্ষে চট্টগ্রামের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ঠিক চারদিনেই ম্যাচটি শেষ হলে চট্টগ্রামে গিয়ে বাংলাদেশ দলের হয়ে খেলার আর কোনো সুযোগ নেই জাকিরের। অর্থাৎ ম্যাচের আগেই এক জন সদস্য কম ধরে ছক সাজাতে হচ্ছে টাইগারদের।
এদিকে, আজ দুপুরের ফ্লাইটে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের চট্টগ্রাম যাওয়ার কথা। ম্যাচের ভেন্যুতে দুইদিন অনুশীলন করবে দুই দল। আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নাজমুল শান্ত এবং এইডেন মার্করামের দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। (ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন