ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জয় পাকিস্তানের

সময়টা একদম ভালো যাচ্ছিল না পাকিস্তান ক্রিকেট দলের। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের কাছেও প্রথম টেস্টে ইতিহাসগড়া ব্যবধানে হারের তিক্ত স্বাদ পায় তারা। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫২ রানের জয়ের পর তৃতীয় টেস্টে ইংলিশদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
তৃতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাব দিতে নেমে স্বাগতিকরা তোলে ৩৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ১১২ রানে অলআউট হলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রান। ৯ উইকেট হাতে থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ঘরের মাঠে এটি পাকিস্তানের ৩ বছর এবং ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জয়।
সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৬৭ রানে। সৌদ শাকিলের সেঞ্চুরিতে সেই রান টপকে পাকিস্তান ৩৪৪ রান তোলে। ফলে ৭৭ রানের লিড পায় শান মাসুদরা। সেই রান টপকাতে পারলেও, বড় লক্ষ্য দিতে পারেনি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে তারা সর্বসাকুল্যে তুলতে পারে মাত্র ১১২ রান। দ্বিতীয় দিন শেষে বেন স্টোকসের দল ৩ উইকেটে ২৪ রান করেছিল। আজ তৃতীয় দিনে খেলতে নেমে জো রুটের ৩৩ এবং হ্যারি ব্রুকের ২৬ রান ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ফলে ১১২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
পাকিস্তানের হয়ে নোমান ৬ এবং সাজিদ ৪ উইকেট নিয়েছেন। তারাই মূলত অর্ধেক কাজ সেরে ফেলেন স্বাগতিকদের। মাত্র ৩৬ রানের লক্ষ্য তাড়ায়ও পাক ওপেনার সাইম আইয়ুব (৮) আউট হয়ে যান দলীয় ১৪ রানে। জ্যাক লিচ তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন। এই অবস্থায় আর উইকেট পড়ার ঝুঁকি নিতে চাননি স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। ক্রিজে নেমেই ৪টি চার ও এক ছক্কায় ৬ বলে তিনি ২৩ রান করেন। তাতেই পাকিস্তানের সিরিজ নিশ্চিত হয় ৯ উইকেটের বড় জয়ে।
মুলতানে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। যেখানে সফরকারী দলটি প্রথম ইনিংসে ৮২৩ রান করেছিল। অথচ পরের দুই টেস্টের ৪ ইনিংস মিলিয়ে তারা রান করেছে মোট ৮১৪। রাওয়াপিন্ডিতে হওয়া পরবর্তী দুই টেস্টে পাকিস্তানের জয় যথাক্রমে ১৫২ রান ও ৯ উইকেটে। ফলে ২-১ ব্যবধানে তিন বছর পর সিরিজ জিতল শান মাসুদরা।
(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন