দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বিএনপি।

শনিবার বিকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনমান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল।

সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বার সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলুর করিম, সাধারণ সম্পাদক পিয়ার আলী, জামপুর ইউনিয়ন যুবদল নেতা এমদাদুল হক ভূঁইয়া দিপু।

সমাবেশে প্রধান অতিথি শাহ আলম বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। তাই দ্রুত সংসদ নির্বাচনের বিকল্প নাই।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিও করেন।

(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা