রাজধানীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে এক কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৯৩ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ৭৫০ লিটার দেশি মদ, এক বোতল ফেনসিডিল ও দুটি ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এফএ)

মন্তব্য করুন