বাধ্যতামূলক অবসরে সচিব জাহাঙ্গীর আলম, ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর এপিএসও

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাকে অবসরে পাঠিয়ে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে।
এতে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিসিএস ক্যাডার (প্রশাসন) একাদশ ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ১৯ মে তিনি পদোন্নতি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হন। পরে ২০২৩ সালে বদলি হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন।
ক্ষমতার পালাবদলে গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করে বদলি করা হয়। সেখানে যোগদানের এক মাসের মাথায় জনস্বার্থে এই আমলাকে অবসরে পাঠাল সরকার।
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/ডিএম)

মন্তব্য করুন