মিরপুরে অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম ফারাহ দীবা। তার স্বামী কাজী আব্দুল মতিন বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। ঘটনার পর থেকে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক পলাতক আছেন।
সোমবার ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানা পুলিশ রবিবার বিকালে মিরপুর ডিওএইচএ এর ১০ নম্বর এভিনিউ এর ১০ নম্বর রোডের একটি বাসা মরদেহটি উদ্ধার করে বলে জানান তিনি।
পহন চাকমা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে রবিবার সকালে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক ওই নারীকে হত্যার পর কিছু মালামাল লুট করে পালিয়েছেন। ঘটনার সময় বাসাতে ওই নারী ছাড়া কেউ ছিলেন না। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। তারা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
পুলিশি এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাসাটির তত্ত্বাবধায়ক ও গাড়িচালক।
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএম/ইএস)

মন্তব্য করুন