ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে যা বললেন ভিনিসিউস 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫২
অ- অ+

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। ভিনিসিউস জুনিয়র, নাকি রদ্রি-চলতি বছর কার হাতে উঠছে এই অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিলই। শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। তবে নানা নাটকীয়তা শেষে ব্যালন ডি'অর পুরস্কার ওঠেনি ভিনির হাতে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি জিতেছেন এবারের ব্যালন ডি'অর পুরস্কার।

সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতেই যে ব্যালন ডি’অর উঠছে, এটা অনুষ্ঠান শুরুর আগেই জেনে গিয়েছিল রিয়াল কর্তৃপক্ষ। তাই তারা প্যারিসের থিয়েটার দু শাতলের অনুষ্ঠান বয়কট করেছে। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে রিয়াল।

ক্লাব কর্তৃপক্ষ ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বললেও তিনি নিজে ছিলেন চুপ। অবশেষে নিজের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বলেছেন গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ভিনিসিউস।

ব্রাজিলিয়ান তারকা প্রতিক্রিয়া জানাতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এবার ব্যালন ডি’অর না জিতে তিনি যে ভীষণ হতাশ, এক্সে দেওয়া ভিনিসিউসের পোস্টে ফুটে উঠেছে সেটাই। তিনি লিখেছেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’

২০২৩-২৪ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন ভিনিসিউস। জাতীয় দল ও ক্লাবের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ভিনিসিউস গোল করেছেন ২৬টি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। গত মৌসুমে তার শিরোপার তালিকায় ছিল- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। তবে জাতীয় দলের হয়ে জিততে পারেননি কোপা আমেরিকা।

অপরদিকে ব্যালন ডি'অর জয়ী রদ্রি গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন তিনি। তার পাশাপাশি স্পেনকে ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রদ্রি। হয়েছেন টুর্নামেন্ট সেরাও। এই বিবেচনায় এবারের ব্যালন ডি'অর পুরস্কার উঠেছে রদ্রির হাতে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা