হিজবুল্লাহর প্রধান হলেন শেখ নাঈম কাশেম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:০১| আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:২৪
অ- অ+

হিজবুল্লাহর নতুন প্রধান হয়েছেন শেখ নাঈম কাশেম, যিনি এতদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধানের দায়িত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর নতুন প্রধান নিয়ে নানা জল্পনার মধ্যে মঙ্গলবার নাঈম কাশেম এই দায়িত্ব পেলেন।

এএফপির খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে প্রধান হিসেবে বেছে দিতে রাজি হয়েছে। হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিএদ্দিনের নামও এতদিন আলোচনায় ছিল।

হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন নাঈম কাশেম। ১৯৫৩ সালে জন্ম নেওয়া বয়সী নাঈম এখন ৭১ বছর বয়সী। ইসরায়েল-লেবানন সীমান্তে কিফার ফিলা গ্রামে তার বেড়ে ওঠা। তিনি ১৯৯১ সাল থেকে হিজবুল্লাহর উপ-মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করে দেন। তবে শেখ নাঈম নিয়মিত জনসম্মুখে এসে বক্তব্য দিতেন। ২৭ সেপ্টেম্বরের পরও তিনি তিন বার জনসম্মুখে বক্তব্য দিয়েছেন।

টেলিভিশনে দেওয়া সবশেষ এক ভাষণে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির কথা বলেছিলেন। আর যদি ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে হিজবুল্লাহ প্রস্তুত বলে হুঁশিয়ারিও দেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুধাবিতে ৮০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি যুবক
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ভাইস প্রেসিডেন্টের টাই-ভাঙা ভোটে পাস হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বিল
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা