কুষ্টিয়ায় দেড় কোটি টাকার সাপের বিষ আটক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৩৭
অ- অ+

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। মালিকবিহীন অবস্থায় ২৫ এমএলের ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানান।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) সকালে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই বিষ উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দৌলতপুর থেকে ছেড়ে আসা আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান কুষ্টিয়া জেলা শহরের দিকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়ার মিরপুর থানার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে রোডে অবস্থান নেয়।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি সেখানে পৌঁছালে বিজিবি টহলদল সেটি থামিয়ে তল্লাশি করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ এমএলের বোতল সাপের বিষ (.২২৫ এমএল) উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা