তাকে হত্যার পরিকল্পনা জেনে বাবা, সৎ মা-বোনকে খুন করে হিমেল: পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৩৯| আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:০৬
অ- অ+

পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলেকে হত্যার পরিকল্পনা করেন মা স্বপ্না বেগম (২৮)। পরিকল্পনার বিষয়ে জানতে পেরে স্বপ্নাসহ পরিকল্পনায় জড়িত বাবাকেও হত্যা করে আত্মহত্যার গল্প সাজান ছেলে হিমেল। সঙ্গে হত্যা করেন ৪ বছরের ছোট বোন জান্নাতুলকে।

সম্প্রতি আশুলিয়ার এমন একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার এ বিষয়ে উত্তরা পিবিআই কার্যালয়ে ব্রিফিং করেন ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার কুদরত ই খুদা।

তিনি জানান, পারিবারিক সম্পদের লোভে প্রথম পক্ষের ছেলে হিমেলকে হত্যার করতে তরিকুলকে ভাড়াটিয়া হিসেবে বাসায় তোলে বাবা মিজানুর রহমান বাচ্চু ও তার চতুর্থ স্ত্রী স্বপ্না বেগম।

এই সৎ মা ও বাবা ছেলেকে খুনের জন্য ভাড়াটে খুনি তরিকুলকে ১০ হাজার টাকা দেয়। বিষয়টি জানতে পেরে সৎ মায়ের স্বর্ণালংকার ও নগদ টাকার বিনিময়ে তরিকুলের সাথে পাল্টা বাবা ও সৎমাকে হত্যার পরিকল্পনা করে ছেলে হিমেল। পরিকল্পনার অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর সাভার আশুলিয়া ভাদাইলের বাড়িতে বাবা মিজানুর রহমান বাচ্চুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তারা।

এরপর সৎ মা স্বপ্না বেগম ও চার বছরের বোন জান্নাতুলকে হত্যার পর মরদেহ পুড়িয়ে আত্মহত্যা বলে চালায় তারা। এ ঘটনায়, নিহত সৎ মা স্বপ্নার ছোট বোন লাবণ্য সাভার থানায় মামলা করলে ১০ দিনের মধ্যে রহস্য উদঘাটন করে পিবিআই।

ঢাকার আশুলিয়া, দোহার এলাকা থেকে তরিকুল ও হিমেলকে গ্রেপ্তার করে তারা। হিমেল মিজানুর রহমান বাচ্চুর প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। অধিক সন্তানের আশায় চারটি বিয়ে করেন বাচ্চু।

এই ট্রিপল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারেক ও হিমেলকে যথাক্রমে ৪ ও ২৪ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন কুদরত ই খুদা।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা