মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার সময় ৩১ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৩৮
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে নারী ১৯ জন, পুরুষ ৭ জন এবং শিশু রয়েছে জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সোমবার (২৭ অক্টেবর) রাত থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মহেশপুরের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগরের বেনীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এর মধ্যে সোমবার রাতে ৬টা থেকে ১১টার মধ্যে আটক হয় ৮ জন এবং সোমবার রাত তিনটা থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ২৩ জন আটক হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর জীবননগর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুজন নারীকে আটকের পর আন্তসীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

চলতি অক্টোবর মাসে পর্যন্ত মোট ২৫৫ জনকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর জীবননগর সীমান্ত এলাকা থেকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মহেশপুর (৫৮বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা