খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের তিন কর্মী নিহত, অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১৪:০৩| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৪:৫১
অ- অ+

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন। তিনি জানান, ‘দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে যেতে সময় লাগবে।’

ইউপিডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, একদল সশস্ত্র লোক এলাকায় ঢুকে তাদের কর্মীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা জানান, ‘সকালে গুলির শব্দ শোনা যায়। পরে জানা গেছে, রঞ্জনপাড়ার তিনজনকে হত্যা করা হয়েছে।

এদিকে তিন কর্মীকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা