তিন সেঞ্চুরিতে ৫৭৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:০৩| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:০৭
অ- অ+

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিন প্রোটিয়া ব্যাটার। টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরি আর ডেভিড বেডিংহাম ও সেনুরান মাথুসামির জোড়া অর্ধশতকে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

আজ বুধবার (২২ অক্টোবর) আগের দিনের ৩০৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহাম দ্বিতীয় দিনের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা।

এই জুটিতে ভর করে ক্রমেই বড় সংগ্রহের দিকে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের মতো এদিনও বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। ডেভিড বেডিংহামকে ফিরিয়ে ভাঙেন জুটি। অর্ধশতক তুল নেওয়া ডেভিড বেডিংহামের বিদায়ে ভাঙে ১১৬ রানের জুটি।

ডেভিড বেডিংহামের পরে টনি ডি জর্জিও ফেরান তাইজুল। তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান টনি ডি জর্জি। আউট হওয়ার আগে করেন ১৭৭ রান। এই দুই ব্যাটারে বিদায়ে ৩৯১ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এই দুই ব্যাটারের বিদায়ের পর কাইল ভেরেইনাকেও ফেরান তাইজুল। ৩ বলে শূন্য রান করে তাইজুলের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান কাইল ভেরেইনা। তাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার পূর্ণ করেন তাইজুল।

এই তনি ব্যাটারের দ্রুক বিদায়ের পর জুটি গড়েন রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। জুটি গড়ে লাঞ্চ বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেনে তারা। এই জুটিকে ভর করে ১১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৩ রান করে লাঞ্চ বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

লাঞ্চ বিরতি থেকে ফিরে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। নাহিদ রানার বলে মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রায়ান রিকেলটন। তার বিদায়ে ৪২৩ রানে ৬ উইকেট হারায় প্রোটিয়ারা।

রায়ান রিকেলটনের বিদায়ের পর জুটি গড়েন উইয়ান মুল্ডার ও সেনুরান মাথুসামি। বাংলাদেশর বিপক্ষে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন উইয়ান মুল্ডার। অর্ধশতকের দ্বারপ্রান্তে আছেন সেনুরান মাথুসামিও। এই জুটির ১০৪ রানের জুটিতে ভর করে ১৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২৭ রান করে চা বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

চা বিরতি থেকে ফিরে অর্ধশতক তুলে নেন সেনুরান মাথুসামি। এরপর টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের পর সেঞ্চুরি তুলে নেন উইয়ান মুল্ডারও। তার সেঞ্চুরি তুলে নেওয়ার পর ৫৭৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টেস্টে টস জিতে চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তার এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। ওপেনিংয়ে তার গড়েন ৬৯ রানের জুটি। এইডেন মার্করাম ৩৩ রান করে ফিরে গেলেও বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। এই দুই ব্যটারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান করে প্রথম দিন শেষ করে প্রোটিয়ারা।

(ঢাকাটাইমস/ ৩০অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা