৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে: মজনু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ২০:০৮| আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২০:১৫
অ- অ+

সিপাহী-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে মুক্ত করেছিল, সেই চেতনায় সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

তিনি বলেছেন, ’৭৫ এবং ’২৪ এর পরাজিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রতিহত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭ নভেম্বরের চেতনায় আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

শুক্রবার বিকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় তিনি এসব বলেন। সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম মজনু বলেন, ‘ফ্যাসিবাদীরা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছিল। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য দেউলিয়া হয়ে মুখ থুবড়ে পড়েছিল। দেশ আমাদের, দায়িত্ব আমাদের। এই দেশকে গড়তে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, পতিত স্বৈরাচার এবং তার দোসরদের আস্ফালন মোকাবিলায় অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির এই তরুণ নেতা বলেন, ‘আমাদের সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচার পালিয়েছে, এবার তার দোসরদেরও সমূলে উৎখাত করতে হবে।’

সভায় তানভীর আহমেদ রবিন বলেন, গণতন্ত্র সংহত করতে নির্বাচন এবং নির্বাচিত সরকারের বিকল্প নাই, তাই অবিলম্বে সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা