ভয়াবহভাবে দূষিত লাহোরের বাতাস, ঢাকার অবস্থা কী?
কয়েকদিন ধরেই ভয়াবহভাবে দূষিত হয়ে উঠছে পাকিস্তানের লাহোরের বাতাস। আজও অবস্থা তাই। শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় শহরটির স্কোর উঠেছে ৫৭৭-এ, যা ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শহরটির অবস্থান এখন প্রথম।
এদিকে আজ ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর‘ অবস্থায় রয়েছে। শনিবার সকাল ৯টা ৬ মিনিটে শহরটির স্কোর দেখা গেছে ১৭৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।
তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। শহরটির স্কোর ২৯৫ এবং বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’। আর তৃতীয় অবস্থানে রয়েছে ভারতেরই আরেক শহর দিল্লি, শরহটির স্কোর দেখা যাচ্ছে ২৫১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। চতুর্থ অবস্থানেও ভারতীয় শহর মুম্বাই, শরহটির স্কোর ১৯২, যা ‘অস্বাস্থ্যকর’।
তালিকায় এখন পঞ্চম স্থানে রয়েছে ঢাকা, স্কোর ১৭৭; একই স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের উহান। সপ্তম মিশরের কায়রো, স্কোর ১৬৫; অষ্টম চীনের বেইজিং, স্কোর ১৬২; নবম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৫৮; দশম ইরানের তেহরান, স্কোর ১৫২।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।
(ঢাকাটাইমস/০২নভেম্বর/এফএ)
মন্তব্য করুন