শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১৩:২৭
অ- অ+

স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে থেকে হংকং সিক্সেস থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। টুর্নামেন্টের ২০তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরেছে ইয়াসির আলী চৌধুরীর দল। গ্রুপ পর্বের ম্যাচেও লঙ্কানদের কাছে ১৮ রানে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা।

রবিবার (৩ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে ৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এদিন আগে ব্যাট করা বাংলাদেশ ভালো সূচনা পেয়েছিল জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে। ২ ওভারের আগেই ৩৮ রান যোগ হয় বাংলাদেশের স্কোরকার্ডে। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলে সামারাকুন ফেরান মামুনকে। ৪ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি।

পরের ওভারে জিশানও বিদায় নেন। ১১ বলে ১ চার ও ৫ ছয়ে ৩৬ রান করেন এই তরুণ ওপেনার। রতনায়কের ওভারের পরের বলে ইয়াসির আলিও বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের রান তখন ৫৮।

পঞ্চম ওভারে আবু হায়দারকেও ফেরান রতনায়েকে। ৬ বলে ৩ ছয়ে ১৮ রান করেন তিনি। সেই ওভারের পঞ্চম বলে সোহাগ গাজীও বিদায় নেন। ২ বলে ৬ রান করেন তিনি। শেষ উইকেটে সাইফউদ্দিনের একাই খেলেন, কিন্তু শেষ ওভারে পর্যাপ্ত রান বের করতে পারেননি। বিমুক্তির সেই ওভারে মোটে ১৪ রান নিতে পারেন তিনি। ১২ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন সাইফ।

রতনায়েকে ২ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। সামারাকুন ১ ওভারে ২৪ রান দিয়ে বাকি উইকেটটি শিকার করেন।

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ঝড় তোলে। সাইফের করা প্রথম ওভারে ৬টি চার মেরে ২৫ রান তোলেন সান্দুন ভেরাকোড্ডি। ঝড় তোলা এই ওপেনার মাত্র ১৬ বলে ৭ চার ও ৩ ছয়ে অর্ধশতক পূর্ণ করে রিটায়ার্ড হার্ট হন।

তৃতীয় ওভারে আরেক ওপেনার ধনাঞ্জয়া লাকশান আবু হায়দারের বলে বিদায় নেন। ৬ বলে ২৪ রান করেন তিনি।

পঞ্চম ওভারে জিশান আলম জোড়া উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তোলেন। লিহারু মাধুশঙ্কা (৩) এবং সামারাকুনকে ৯৬) ফেরান তিনি। তবে পরের ওভারে রতনায়েকে (৩) এবং বিমুক্তি (১২) ম্যাচ জিতিয়েই ফেরেন।

জিশান ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আবু হায়দার ১ ওভারে ২০ রান দিয়ে বাকি উইকেটটি পান।

(ঢাকাটাইমস/ ০৩ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ
বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে গেছেন কেউ, মিলছে না পরিচয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা