ডেনমার্কে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ২১:১৪
অ- অ+

জেলহত্যা দিবস উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের শহীদদের স্মরণে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কোপেনহেগেন নরোব্ররো হেলেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এ লিংকন মোল্লা এবং সভা পরিচালনা করেন মাহবুবুর রহমান।

এসময় বক্তব‍্য দেন খোকন মজুমদার, মো. শহীদ, সামী দাস, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম টিটু, ইউসুব চপল, হিল্লোল বড়ুয়া, মোছাদ্দেকুর রহমান রাসেল, মানজুর আহমেদ লিমেন, রকিবুল ইসলাম রকি।

উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, মাহবুব আলম, মাসুদ চৌধুরী, তোফায়েল আহমেদ রাসেল, মো. রেজাউল করিম রাজু, মনিরুজ্জামান মিলু, মোয়াজ্জেম হোসেন অপু, ছিয়াম উদ্দিন রানা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।

বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত দিন এটি বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় চার মহান নেতাদের, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক ও সংগঠক মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিনুল হকের সঙ্গে উত্তরা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত তরুণীর প্রেমিক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা