শেষবারের মতো ফিলাডেলফিয়ার মঞ্চে কমলা, বললেন আমি পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১১:১৩| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭
অ- অ+
ফাইল ফটো

কমলা হ্যারিস প্রচারণার সময় শেষবারের মতো ফিলাডেলফিয়ার মঞ্চে উঠেছেন। তিনি তার শেষ বক্তৃতা শুরু করেন তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে। বলেন, “আমেরিকা কে তা দেখানোর জন্য আমরা সবাই এতে একসঙ্গে আছি।”

“আমি পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত”, বলেন কমলা হ্যারিস।

কমলা হ্যারিস বলেন, “আমাদের প্রচারাভিযান আমেরিকান জনগণের উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী এবং আমরা একসঙ্গে যা করতে পারি তা নিয়ে আমরা উত্তেজিত।”

তিনি বলেন, “ভোটারদের এক দশকের রাজনীতির পাতা উল্টানোর সুযোগ আছে, যা ভয় ও বিভাজন দ্বারা চালিত হয়েছে।”

ট্রাম্প মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে বক্তৃতা দেবেন। উত্তর ক্যারোলিনায় এর আগে একটি সমাবেশে ট্রাম্প ঘোষণা করেন, তিনি সমস্ত মেক্সিকান আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক বসাতে চান, যদি তারা অভিবাসীদের সীমান্ত অতিক্রম করা বন্ধ না করে।”

এদিকে প্রথম ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা জন বোল্টন বিবিসি নিউজনাইটকে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে তার প্রাক্তন বস নির্বাচনে হারলে ফলাফল মানতে অস্বীকার করবেন।

ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বোল্টন ট্রাম্পের কট্টর সমালোচক হয়ে উঠেছেন।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা