হজ এজেন্সির সঙ্গে এক্সিম ব্যাংকের মতবিনিময় সভা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:৫৫
অ- অ+

বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীবৃন্দের সঙ্গে এক্সিম ব্যাংকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম, শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্ত্বাধিকারীবৃন্দ।

মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক। প্রতিবছর অসংখ্য হজযাত্রী এক্সিম ব্যাংকের মাধ্যমে হজের নিবন্ধন ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করেন। এক্সিম ব্যাংক হজযাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানে বদ্ধ পরিকর। এ সময় বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীবৃন্দও বক্তব্য দেন। তারা হজযাত্রীদের প্রতি এক্সিম ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এক্সিম ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক হজযাত্রী নিবন্ধনে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ফেরত দিলো অস্ত্রধারীরা
জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা