হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৩:২৪| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:১৯
অ- অ+

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী শমী কায়সারের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলবে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বুধবার দুপুরের পর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার কথা রয়েছে।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া।

এর আগে মঙ্গলবার গভীর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি তিনি।

শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন তিনি।

তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যেই অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএম/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক মাহবুব আনোয়ারকে সংর্বধনা
ফেনীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভারত-বাংলাদেশ সীমান্তগুলোতে কোনো ধরনের আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা