ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জাবের হোসেন
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদকে সশস্ত্র বাহিনীতে ফেরত নেওয়া হলো। একইসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেনকে ঢাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ঢাকাটাইমস/০৭নভেম্বর/এসএস
মন্তব্য করুন