কুমিল্লায় বাসচাপায় ভাই-বোনের মৃত্যু, অটোচালক বাবাও আশঙ্কাজনক

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল বাবার অটোরিকশায় থাকা আপন ভাই-বোনের। আশঙ্কাজনক অটোচালক বাবার অবস্থাও। বৃহস্পতিবার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই-বোনের নাম জুনায়েদ (১২) ও ফাহিমা আক্তার (৯)। তারা ছগুরা এবতেদায়ী মাদ্রাসায় পড়তো। তাদের বাবার নাম জাহাঙ্গীর আলম। হতাহতরা সবার বাড়ি জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম তার অটোরিকশায় করে দুই সন্তানকে তাদের আবাসিক মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। ছগুরা এলাকায় মাদ্রাসার অদূরেই কুমিল্লাগামী নিউ সুগন্ধা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ এবং ফাহিমা নিহত হয়।
এ সময় নিহতদের বাবাসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার পর উত্তেজিত জনতা নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করে।
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার আগেই এলাকার উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’
এদিকে দুই ভাই-বোনের মরদেহ বাড়িতে নেওয়ার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এজে)

মন্তব্য করুন