খুলনায় ওয়ান শুটারগানসহ একজন আটক

খুলনার দাকোপে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ মো. ইসমাইল শেখ (২৪) নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার দুপুরে কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোন গোপন খবরে শুক্রবার রাতে খুলনার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি দেশীয় ওয়ান শুটারগানসহ ইসমাইল শেখকে আটক করা হয়। আটককৃত ইসমাইলের বিরুদ্ধে রামপাল থানায় দুটি মাদক মামলা রয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত দেশীয় ওয়ান শুটারগান ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এসএ)

মন্তব্য করুন