চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির নাম সংশোধনের দাবি 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১০:৫১| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৩
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজারে অবস্থিত চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির নাম ‘চার্লিভাঙ্গা’ হয়ে আছে। উপজেলার সব সরকারি দফতরে এই ফাঁড়ির নাম চালিভাঙ্গা হিসেবেই নথিভুক্ত। তাছাড়া মেঘনার পাড়ে অবস্থিত গ্রামটির প্রকৃত নাম চালিভাঙ্গা। নৌপুলিশ ফাঁড়িতে জায়গাটির নাম ভুল লেখায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, চালিভাঙ্গা নামের পরিবর্তন এলাকার ঐতিহ্য এবং সঠিক পরিচয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের দাবি, চালিভাঙ্গা নামটি পুনঃপ্রতিষ্ঠা করা উচিত এবং প্রশাসনের সব পর্যায়ে একীভূতভাবে তা ব্যবহার করা প্রয়োজন।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, নাম নিয়ে বিভ্রান্তি সম্পর্কে আমি এই প্রথম অবগত হয়েছি। তবে স্থানীয় জনগণের আবেগ ও ঐতিহ্যের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। নৌপুলিশ ফাঁড়ির ভবনে বর্তমানে সাইনবোর্ডটি নেই, কারণ বেশ কিছুদিন আগে একটি ঝড়ে সাইনবোর্ডটি ভেঙে যায়। এই সুযোগে ফাঁড়ির সঠিক নাম ব্যবহার করে নতুন সাইনবোর্ড তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেব, যাতে স্থানীয় জনগণের আশা অনুযায়ী ফাঁড়ির নামটি দাপ্তরিকভাবে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা যায়।”

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ১০ অঞ্চলে দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে, নদীবন্দরে সতর্কতা
রাঙ্গুনিয়ায় ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু
আ.লীগ নেতা কাজী এনামুল হক শামীম ঢাকায় গ্রেপ্তার
বরিশালে ওটিবিএল টাওয়ারের ছাদে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা