শেখ হাসিনার ফাঁসির দাবিতে আ.লীগ কার্যালয়ের সামনে স্লোগান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৫:০৯| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫:৩৪
অ- অ+

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তাদের দলের নেতাকর্মীদের বিচারের দাবিতে রবিবার সকাল থেকেই গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এই কর্মসূচিতে এদিন দুপুর ১২টার পর থেকে বিএনপির মহানগর দক্ষিণ, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তাদের ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘গুম খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।

মূলত এদিন সকাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। কিছুক্ষণ পরপর দলটির বিভিন্ন থানা, ওয়ার্ড ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন সেখানে।

এ সময় শেখ হাসিনার ফাঁসি দাবি ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও স্লোগান দেওয়া হয়।

এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে। কেউ জয় বাংলা স্লোগান দিলেই মারধর করে পুলিশে সোপর্দ করা হচ্ছে তাকে। সকালে আন্দোলনে আসা কয়েকজনকে এসময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে।

এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। সকাল থেকেই তারা এখানে টহলরত রয়েছেন।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এলএম/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে শিগগিরই প্রজ্ঞাপন 
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা