মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৭:৪১| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৮:১৫
অ- অ+

রাশিয়ার রাজধানী মস্কোতে অন্তত ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। ২০২২ সালে দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা এটি।

রবিবার সকালে এ হামলার ফলে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং অন্তত একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘সব মিলিয়ে ২৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’ এর আগে তিনি ২২টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, বেশিরভাগ ড্রোন মস্কোর দক্ষিণে রামেনস্কয় ও ডোমোদেডোভো অঞ্চলের দিকে যাচ্ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডোমোদেডোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার ফলে রামেনস্কয়ের একটি গ্রামে আগুন লেগে বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে।

রাশিয়া একটি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য সোচির ব্ল্যাক সি রিসোর্টে প্রায় ৫০টি আফ্রিকান দেশের কূটনীতিক ও শীর্ষ কর্মকর্তাদের আতিথ্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের খবর দেয়। তবে রাজধানীকে লক্ষ্য করে খুব কমই হামলা চালানো হয়।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রবিবার তিন ঘন্টার মধ্যে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে আরও ৩৬টি ড্রোন ধ্বংস করেছে।

মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে ড্রোন ব্যবহার করে কিয়েভ সরকারের একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়াও রাতভর রেকর্ড ১৪৫টি ড্রোন উৎক্ষেপণ করেছে এরমধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৬২টি ভূপাতিত করেছে।

কিয়েভ আরও দাবি করেছে, তারাও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
ঊর্মির জামিন: সরকারকে ধন্যবাদ
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা