স্থগিতাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন কৃষক দল সেক্রেটারি বাবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ২০:১০| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২০:২৬
অ- অ+

স্বপদে ফিরলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। দলীয় সব পদে তার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

রবিবার (১০ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাবুলের বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যহারের বিষয়ে জানানো হয়।

আগের দিন শনিবার কৃষক দলের বহু নেতাকর্মী সেক্রেটারি শহিদুল ইসলাম বাবুলের হাতে তৈরি বলে প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ওই অনুষ্ঠানে তারেক রহমান বাবুলের খোঁজ নেন। বাবুলকে ডেকে নেন হলভরতি নেতাকর্মীর সামনে শুভেচ্ছা বক্তব্য দিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকে কৃষক দল যে ভিত্তির ওপর দাঁড়িয়েছে, দুজন মানুষের অবদান সবচেয়ে বেশি, তার একজন বাবুল।’

পরে তারেক রহমানের নির্দেশনায় শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় গলা ধরে আসে কৃষক দল সাধারণ সম্পাদকের। বাবুল বলেন, ‘৩৮ বছর দল করছি, আজকে যে সম্মান পেলাম আমি আর কিছু চাই না, পদ-পদবী চাই না। আমার নেতা তারেক রহমান, আমি আজীবন আপনাদের সঙ্গে থাকতে চাই।’

বাবুল আরও বলেন, ‘দল থেকে কখনো শৃঙ্খলাভঙ্গের কোনো শোকজ পাইনি। আর এখন হয়ত আমার ভুল ছিল, আমারই ত্রুটি... আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সকলের কাছে আমি ক্ষমা চাই।’

এর পরের দিন বাবুলের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করার কথা জানাল বিএনপি। এতে বলা হয়েছে, ‘গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।’

ত্যাগী নেতা হিসেবে কৃষক দল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নেতাকর্মীদের কাছে সমাদৃত। আগামী সংসদ নির্বাচনে বাবুল ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করেন দলের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা