সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট  প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ২০:৩৫
অ- অ+

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পৃথক অভিযানে সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি ৪১৮টি, লেহেঙ্গা ৩৮টি, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫টি, সাবান ১১০টি, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, ট্রলি ২টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। এসবে আনুমানিক মূল্য এক কোটি ২১ লাখ ৭২ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/মোআ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬ রান
গুরুত্ব না দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: স্বাস্থ্যের ডিজি
টঙ্গীর কামু বাহিনীর প্রধান গ্রেপ্তার
পোষ্য কুকুরের জন্য বিয়েই ভেঙে দিলেন ভারতীয় তরুণী!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা