আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করার দল: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৯:১৯| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
অ- অ+

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, জুলাই অভ্যুত্থান ও ৫ আগস্টের দিন সকাল ১১টা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও কতিপয় প্রশাসন নিউমার্কেট এলাকার রাস্তাগুলোতে আমাদের ভাইদের ওপর গুলি করে গণহত্যা চালিয়ে গণঅভ্যুত্থান ঠেকাতে চেয়েছিল; কিন্তু আল্লাহর রহমত এবং ছাত্রজনতার প্রতিরোধের মুখে তা করতে পারেনি। এই আওয়ামী লীগ আলেমদের হত্যাকারীর দল। তারা এ দেশকে কারাগারে পরিণত করার দল।

তিনি বলেন, শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের মতো যেভাবে জুলাই ও আগস্টে বুক পেতে দিয়ে দোসরদের মোকাবেলা করেছেন; ঠিক সেভাবেই নতুন স্বাধীন দেশে লুকিয়ে থাকা আওয়ামী-ছাত্রলীগের কারণে হুমকির মধ্যে পড়লে আরেকবার জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোমবার বিকালে ক্যান্টনমেন্ট থানার মানিকদিতে থানা এবং ১৫ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, আওয়ামী লীগ ১৭ বছর পরিকল্পিতভাবে দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র। তাদের সহযোগীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে। ওরা আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা, গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ২০২৪ সালে জনগণ আরেকটা অভ্যুত্থান দেখেছে। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো রয়েছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো।

কর্মীসভায় যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, নৈতিক সাহস থাকলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেন না। এখন ভারতে বসে ষড়যন্ত্র করছেন। দেশে ছাত্রলীগ-যুবলীগ দিয়ে বিভিন্ন আন্দোলন করিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছেন তিনি।

মিরাজ বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করেছে শেখ হাসিনার ছেলে জয়। লুটপাট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছিল আওয়ামী লীগ। ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যান্টনমেন্টে পরিণত করেছিল।

ক্যান্টনমেন্ট থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। যুবনেতা মিলন আহমেদ শুভ এবং ইয়াকুব হোসেনের উজ্জলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটুসহ মহানগর ও থানা যুবদলের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা