যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার
রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আল সোহাগ।
সোমবার বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি।
এ সময় তার সঙ্গে থাকা আরও একজনকে আটক করা হয়।
শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসেডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপসম্পাদকসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ঢাকাটাইমস/১১নভেম্বর/ইএস
মন্তব্য করুন