একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট: বাংলাদেশের নেতৃত্বে তৌহিদ হোসেন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ২৩:৫৬
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট-এর জন্য পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতি বৈঠক’-এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

উদ্বোধনী অধিবেশনে অর্গানাইজেশন অব ইসলামিক স্টেটস ও লিগ অব আরব স্টেটসের মহাসচিবগণ, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং লেবানিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ও বক্তব্য রাখেন।

ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন ও লেবাননের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন, এই অঞ্চলের ওপর এর প্রভাব এবং প্রতিক্রিয়া হিসাবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরার পর আজ অনুষ্ঠেয় ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’-এ একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।

মাননীয় উপদেষ্টা রিয়াদে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এর আগে গত ৯ নভেম্বর তার ৫ সদস্যের প্রতিনিধি দল রিয়াদে পৌঁছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেপ্তার ১ 
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা