একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট: বাংলাদেশের নেতৃত্বে তৌহিদ হোসেন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ২৩:৫৬
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট-এর জন্য পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতি বৈঠক’-এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

উদ্বোধনী অধিবেশনে অর্গানাইজেশন অব ইসলামিক স্টেটস ও লিগ অব আরব স্টেটসের মহাসচিবগণ, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং লেবানিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ও বক্তব্য রাখেন।

ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন ও লেবাননের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন, এই অঞ্চলের ওপর এর প্রভাব এবং প্রতিক্রিয়া হিসাবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরার পর আজ অনুষ্ঠেয় ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’-এ একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।

মাননীয় উপদেষ্টা রিয়াদে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এর আগে গত ৯ নভেম্বর তার ৫ সদস্যের প্রতিনিধি দল রিয়াদে পৌঁছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাংশায় কৃষকদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
জ্যামাইকা টেস্ট: ৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা