চীনে শরীরচর্চা কেন্দ্রে গাড়িচাপায় নিহত ৩৫, আহত ৪৩ 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৮:১৫| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২০:০০
অ- অ+

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে একটি শরীরচর্চা কেন্দ্রে গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।

মঙ্গলবার শহরের পাবলিক সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটের দিকে শহরের স্পোর্টস সেন্টারে এই ঘটনা ঘটে। এসময় সেখানে অনেক মানুষ শরীর চর্চা করছিলেন।

শহরের পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্যান নামের ৬২ বছর বয়সী এক ব্যক্তি ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় তার গাড়ির নিচে চাপা পড়েন অনেকে। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

এদিকে হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার সময় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি কোমায় রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সঙ্গে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিনহুয়া, সিএনএন

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলফাডাঙ্গায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
পিলখানা হত্যাকাণ্ড: স্বাধীন কমিশন বিষয়ে অপূর্ণাঙ্গ তথ্য দেওয়ায় হাইকোর্টের উষ্মা
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬ রান
গুরুত্ব না দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: স্বাস্থ্যের ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা