খিলগাঁওয়ে কাঁচির আঘাতে ছোটবোনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ২১:৪৮
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ের নবীনবাগে বোনের পেটে কাঁচি দিয়ে আঘাত করে খুন করেছেন তার আপন ভাই। নিহতের নাম রুমি (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক সালামকে (৪০) আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে খিলগাঁও পশ্চিম নবীনবাগের এক বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রুমি ও তার ভাই বাবুলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে পাঁচটায় রুমিকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাই তার ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।

রুমি কুমিল্লার বরুরা থানার আবুল হাসেমের মেয়ে। পরিবারটি নবীনবাগের ওই বাসায় থাকে।

নিহতের স্বজনরা জানান, তিন ছেলের জননী রুমি। দুই-তিন বছর আগে তার স্বামী জহির অন্য একটি বিয়ে করে তাদের ছেড়ে চলে যান। এরপর থেকে তিন ছেলেকে নিয়ে রুমি নবীনবাগে বাবার বাসায় থাকতেন। অন্যের বাসায় কাজ করতেন রুমি।

ঘাতক সালামের স্ত্রী জুলেখা আক্তার জানান, তার স্বামী সালাম আগে অটোরিকশা চালালেও বর্তমানে বেকার। কোনো কাজই করেন না তিনি। এছাড়া নিয়মিত মাদকসেবন করেন। এ নিয়েই প্রতিদিনই স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হচ্ছিল। দুই সপ্তাহ আগে এসব বিষয় নিয়ে সালাম স্ত্রী জুলেখাকে প্রচণ্ড মারধর করেন। তখন পরিবার সালিশে বিষয়টি মীমাংসা করে এবং সালাম আর নেশা করবে না বলে প্রতিজ্ঞা করেন।

তিনি জানান, এরপরও তিনি কোনো কাজ করেন না। দুইদিন ধরে তাদের বাসায় কোনো বাজার নেই। এ নিয়ে বুধবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং ছেলে-মেয়েকে নিয়ে জুলেখা বাবার বাড়িতে চলে যাবেন বলে জানান। তখন সালাম ক্ষিপ্ত হয়ে ঝগড়া শুরু করেন। বড় ভাই বাবুলকে বলেন তার স্ত্রীকে আটকাতে। তখন বড় ভাই বাবুলও তার বিরোধিতা করেন এবং বলেন, নেশা করা না ছাড়লে স্ত্রী তো চলে যাবেই।

বড় ভাইয়ের এমন কথা শুনে সালাম ঘর থেকে ধারালো কাঁচি এনে বড় ভাই বাবুলকে আঘাত করেন। এটি দেখে ফেরাতে যান ছোট বোন রুমি। তখন রুমির পিঠেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সালাম।

ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন বলেন, ‘এই ঘটনায় নিহতের বড় ভাই বাবুল আহত হয়েছেন। ঘাতক আব্দুস সালামকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা