ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। বাংলাদেশ তাদের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টেও। ব্যাটিং ব্যর্থতায় জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশকে মাত্র ১৬৪ রনে অলআউট করে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭০ রান করে দ্তিীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা এখনও বাংলাদেশ থেকে ৯৪ রানে পিছিয়ে আছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে নামেন ক্রেইগ ব্রাথওয়েট ও মিকাইল লুইস। শুরু থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ব্র্যাথওয়েট ও লুইস। প্রথম ১০ ওভারে ১৬ রান করে চা বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডজ।
বিরতি থেকে ফিরে ব্যাটিং করতে নেমে নাহিদ রানার গতির সামনে বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলীয় ২৫ রানে লুইসকে তুলে নেন টাইগার এই পেসার। কিংস্টনে রানার বলের গতি নিয়মিত ছিল ১৫০ কিলোমিটারের আশেপাশে। তার পাশাপাশি তার লাইন ও লেন্থ বেশ দারুণ ছিল।
এদিন ভাগ্যের ছোঁয়া পেয়েছেন ক্রেইগ ব্রাফেট। শর্ট এক্সট্রা কাভারে তার সহজ ক্যাচ ছেড়েছেন মেহেদি হাসান মিরাজ। এরপর এলবিডব্লিউ হয়েও বেঁচে গিয়েছেন রিভিউ নিয়ে। দিনশেষে অপরাজিত থাকলেন ৩৩ রানে। তার সঙ্গী কিসি কার্টি অপরাজিত ১৯ রানে। স্বাগতিকরা দিন শেষ করেছে ৩৭ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৯৪ রানে পিছিয়ে আছে দলটি।
এর আগে জ্যামাইকা টেস্টের প্রথম দিনে মাত্র ১০ রানে ২ উইকেট হারায় টাইগাররা। এরপর জুটি গড়ে দলকে টেনে নেন সাদমনি ইসলাম ও শাহাদাত হোসেন দীপু। তবে দ্বিতীয় দিনে এসে খেই হারিয়ে ফেলে টাইগাররা ব্যাটাররা।
দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান চার টাইগার ব্যাটার। যার ফলে মাত্র ৯৮ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপরেই তাইজুল ইসলামকে নিয়ে জুটি গড়েন মেহেদেী হাসান মিরাজ। এই দুই ব্যাটারের বিদায়ের পর প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন