২১১ রানের লিড নিয়ে স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২
অ- অ+

অনেক দিন পর দুর্দান্ত ক্রিকেট খেললো বাংলাদেশ দল। জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত খেলেছে টাইগাররা। ক্যারিবীয়ান শিবিরে একাই ধ্বস নামিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার। তার দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড পায় টাইগাররা।

১৮ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারালেও সাদমান ইসলাম, জাকের আলী অনিক মেহেদী হাসান মিরাজদের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২১১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামবেন জাকের এবং তাইজুল ইসলাম।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ইনিংসের প্রথম ওভারেই জেইডন সিলসের শিকার হয়ে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপু। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান আলজারি জোসেফ। আলজারি জোসেফের বলে জেইডন সিলসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শাহাদাত হোসেন দীপু। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।

দীপুর বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি গড়েন সাদমান ইসলাম। এই জুটির কল্যাণে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। এই জুটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ।

চা বিরতি থেকে ফিরেই দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা সাদমান শামার জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। হাফ সেঞ্চুরির আক্ষেপে পোড়া বাঁহাতি ওপেনারকে ফিরতে হয় ৪৬ রানের ইনিংস খেলে। সাদমানের পর মিরাজকেও নিজের শিকার বানান শামার জোসেফ। ডানহাতি পেসারের লেগ স্টাম্পের বাইরের বলে খেলার চেষ্টা করেছিলেন মিরাজ।

ব্যাটে ছুঁয়ে যাওয়ার শব্দ হওয়ায় বোলার আবেদন করলেও বাকি ফিল্ডারদের মাঝে তেমন আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যায়নি। তবে শামার জোসেফের চাওয়ায় রিভিউ নেন অধিনায়ক ব্রার্থওয়েট। টিভি রিপ্লেতে দেখা যায় বল জশুয়া ডি সিলভার গ্লাভসে যাওয়ার আগে ব্যাট ছুঁয়ে গেছে। ফলে সাদমানের মতো হাফ সেঞ্চুরি আক্ষেপ নিয়ে ফিরতে হয় মিরাজকেও। বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে আসে ৪২ রান।

মিরাজ ফেরার পর জাকেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন লিটন দাস। তাদের দুজনের জুটি ভেঙেছেন জাস্টিন গ্রিভস।গ্রিভসের শিকার হয়ে ২৫ রান করে সাজঘরে ফিরে যান লিটন। তার বিদায়ে ভাঙে ৪১ রানের জুটি।

লিটনের বিদায়ের পর তাইজুলকে নিয়ে জুটি গড়েন জাকের। শেষ বিকেলে বাংলাদেশকে আর কোন উইকেট হারাতে দেননি জাকের ও তাইজুল। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষের আগে ২৯ রানে অপরাজিত জাকের এবং ৯ রানে অপরাজিত তাইজুল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ দুটি উইকেট নিয়েছেন।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি: ব্রিটিশ প্রধানমন্ত্রী
পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রেস উইং
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এলাচ! আলসারের সমস্যায়ও মহৌষধ
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা