জ্যামাইকা টেস্ট: ২৪৬ রানে ৯ উইকেট হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:২২| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬
অ- অ+

জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশর। দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেছেন আরও চার টাইগার ব্যাটার। যার ফলে ২৪৬ রানেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এতে করে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২৪৬।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগের দিনের ১৯৩ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার হাকের আলী ও তাইজুল ইসলাম। তবে চতুর্থ দিনের শুতেই ভাঙে এই জুটি। দিনের শুরুতেই আলজারি জোসেফের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তাইজুল। তার বিদায়ে ভাঙে ৩৪ রানের জুটি।

অসুস্থতার কারণে দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওয়ানডাউন পজিশনে ব্যাটিংয়ে নামেননি মুমিনুল হক। পরে তৃতীয় দিনে তাকে আর ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি। তবে আজকে তাইজুলের বিদায়ের পর ক্রিজে নামেন তিনি। তবে আজও ব্যর্থ মুমিনুল হক। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানেই সাজঘরে ফিরে যান মুমিনুল। তর বিদায়ে ২১১ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

মুমিনুলের বিদায়ের পর হাসান মাহমুদের সঙ্গে জুটি গড়েন জাকের আলী। এই জুটিতে ভর করে বাংলাদেশের লিড আড়াইশ ছাড়ায়। তবে এরপরেই ভাঙে এই জুটি। দলীয় ২৪৩ রানে হাসান মাহমুদের বিদায়ে ভাঙে ৩২ রানের জুটি।

হাসান মাহমুদের বিদায়ের পর সাজঘরে ফিরে যান তাসকিন আহমেদও। ৬ বলে শূন্য রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ২৪৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা