সাবেক মন্ত্রী আমু ও কামরুল এবার গণহত্যার মামলায় গ্রেপ্তার
একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পতিত সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এবার গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হলো।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে। এ সময় তাদের গ্রেপ্তার দেখিয়ে এজলাসে পাঠায় পুলিশ।
জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়রকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে আদালতে এদিন হাজির করার জন্য নির্দেশ দেন।
এর আগে গত ১৮ নভেম্বর রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে কামরুল ইসলামকে আটক করে ডিবি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরও আগে গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনিও ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজে)
মন্তব্য করুন