শাহবাগে বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ীর মৃত্যু, চালকসহ বাস জব্দ

রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় এক ফুল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আনোয়ার হোসেন। এ ঘটনায় শ্যামলী পরিবহনের একটি বাস জব্দসহ এর চালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা ক্লাবের উল্টা পাশে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে মুমুর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়, থাকতেন হাজারীবাগ এলাকায় একটি ভাড়া বাসায়।
নিহতের ছেলে অনিক বলেন, ‘আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটরসাইকেল চালিয়ে তিনি ফুল আনতে বের হন। যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানিয়েছেন, ভোরে ঢাকা ক্লাবের উল্টা পাশে শ্যামলী পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ফুল ব্যবসায়ী। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মারা যান আনোয়ার। ঘটনার পরপরই শ্যামলী পরিবহন বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএম)

মন্তব্য করুন