সুনামগঞ্জে টিআরসি নিয়োগ: স্বপ্নপূরণের পথে ৭২ জন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২
অ- অ+

সুনামগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলা পুলিশ লাইনস মিলনায়তনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদান এবং একই সঙ্গে নতুনদের ভবিষ্যতের দায়িত্ব, কর্তব্য এবং পুলিশের আদর্শ বজায় রাখার বিষয়ে ব্রিফিং করা হয়।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা এবং শারীরিক যোগ্যতার ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ৭২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান, যারা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান,স্থানীয় মিডিয়া প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য।

পুলিশ সুপার তার বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সম্মান বৃদ্ধিতে নির্বাচিত প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

নির্বাচিত প্রার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। একটি স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ পরিবারের সন্তানদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সুনামগঞ্জ জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর প্রক্রিয়া ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়। মোট ২৫১০ জন প্রার্থী এই প্রতিযোগিতামূলক নিয়োগে আবেদন করেন। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৭৪ জন সফলভাবে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন।

গত ১২ নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ২০৩ জন কৃতকার্য হন। এই প্রার্থীরা পরবর্তীতে গত ১৯ ও ২০ নভেম্বর মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষায় অংশ নেন।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআর এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়
৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়ার কারণ ও পরিচয় প্রকাশ করল আইএসপিআর
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম
লাশবাহী অ্যাম্বুলেন্সসহ ৯ পদ্ধতি আর ২২ পেশার মানুষে ইয়াবা-আইস পাচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা