আইনজীবী সাইফুল হত্যায় চন্দনের সাত রিপনের পাঁচ দিনের রিমান্ড

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২২| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১২
অ- অ+

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার গ্রেপ্তার প্রধান আসামি চন্দন দাসের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরেক আসামি রিপন দাসের রিমান্ড হয়েছে পাঁচ দিনের।

শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত আদেশ দেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া যথাক্রমে চন্দন দাস ও রিপন দাসকে আজ আদালতে তোলে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আদালত সূত্র জানায়, শুনানি শেষে আদালত প্রধান আসামি চন্দনের সাত দিন এবং রিপনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে অংশ নেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল আইনজীবী।

আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গত বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন রাতে তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আনা হয়। এদিন সন্ধ্যায় আসামি রিপন দাসকে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ এবং তাকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় একদল অনুসারী আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া আদালতে ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে একাধিক মামলা করে পুলিশ।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ
সোনারগাঁয়ে যুবদল নেতা বহিষ্কার 
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আরাফাতের পোস্ট
ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা