রাজধানীর বংশালে খাবার খেয়ে শিক্ষকসহ অসুস্থ ৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:২৫| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৬
অ- অ+

রাজধানীর বংশালে আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় বাইরে থেকে দেওয়া বিরিয়ানি খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অসুস্থদেরকে জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

অসুস্থ একাধিক শিক্ষার্থী জানান, গতকাল (শুক্রবার) তাদের মাদ্রাসায় বাহির থেকে বিরিয়ানি দিয়ে যায়। সেই খাবার খেয়ে শিক্ষার্থী, শিক্ষক, স্টাফসহ সকলে অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেরই পেটে ব্যথা দেখা দেয়। পরবর্তী সময়ে পাতলা পায়খানা ও বমি হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মাদ্রাসাটির প্রিন্সিপাল মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী স্টাফসহ প্রায় ১৭০ জন লোকবল রয়েছেন। মাদ্রাসায় মাঝেমধ্যে অনেকেই খাবার দিয়ে থাকেন। গতকাল (শুক্রবার) দুপুরে জনৈক ব্যক্তি গরুর বিরিয়ানি দিয়ে গিয়েছিলেন। দুপুরে মাদ্রাসায় মুরগির বিরিয়ানি থাকায় বাহির থেকে দেওয়া গরুর বিরিয়ানি রাতে খেয়েছিল। কিন্তু শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতা বোধ করতে থাকেন। সারা দিন অসুস্থ বোধ করার পর সন্ধ্যার পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছে সেটি তিনি জানেন না।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
‘আত্মরক্ষায়’ ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা